প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ খেলাফত মজলিস বাহুবল থানা শাখার উদ্যোগে গত বুধবার বাহুবল বাজারে বাহুবল উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সাকিবকে সংবর্ধনা দেয়া হয়েছে। বাহুবল থানা শাখার সভাপতি মাওলানা আব্দুল বছিরের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারী মাওলানা আব্দুল আহাদের পরিচালনায় এতে প্রধান মেহমান ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত আমীর আল্লামা নেজাম উদ্দিন। প্রধান বক্তা ছিলেন সংগঠনের মহাসচিব শেয়খুল আল্লামা আজিজুল হক (রঃ)-এর সুযোগ্য সন্তান, জামেয়া রাহমানীয়া মুহাম্মদপুর ঢাকা-এর প্রিন্সিপাল মাওলানা মুফতি মাহফুজুল হক। বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা জালাল উদ্দিন আহমদ, সিলেট জেলা সেক্রেটারী মাওলানা আব্দুল আজীজ, হবিগঞ্জ জেলা সভাপতি মাওলানা আব্দুল্লাহ, জেলা সেক্রেটারী মাওলানা মোঃ আনোয়ার আলী, মাওলানা আব্দুল বারী আনসারী, বাহুবল উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, সংবর্ধিত ব্যক্তি হাফেজ মাওলানা শিহাব উদ্দিন সাকিব, মাওলানা আজিজুর রহমান মানিক, ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মোঃ আব্দুর রহিম সাঈদ, মাওলানা আব্দুল ওয়াদুদ, মাওলানা আব্দুন নুর, জেলা ছাত্র মজলিসের সভাপতি মোঃ সাঈদুর রহমান সানি, মোঃ হাবিবুর রহমান জালাল, মাওলানা আতাউর রহমান, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা আবুবকর, মাওলানা আব্দুস শহীদ, মাওলানা আব্দুল খালেক, মাওলানা আতাউর রহমান, মাওলানা মিজানুর রহমান প্রমুখ।
বক্তাগণ বলেন দেশ ব্যাপী চরম অরাজকতা বিরাজ করছে, গুম, হত্যা এবং অপহরণ বেড়েই চলছে, এথেকে রেহাই পেতে হলে এবং দেশে শান্তি এবং উন্নতি আসতে হলে খেলাফত রাষ্ট্র ব্যবস্থার বিকল্প নেই।