শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরের খোয়াই জেনারেল হাসপাতালে তালা ঝুলিয়ে দিয়েছে স্বাস্থ্য বিভাগ শায়েস্তাগঞ্জে ফসলি জমি থেকে মাটি কেটে ভরাট হচ্ছে পুকুর নবীগঞ্জে সিএনজি স্টেশন দখল নিয়ে উত্তেজনা বহুলায় অগ্নিকাণ্ড ॥ অল্পের জন্য রক্ষা পেয়েছে কয়েকটি বাড়ি রিমান্ড শেষে যুবলীগ নেতা আলমগীরকে কারাগারে শহরের উমেদনগরে দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার চুনারুঘাট প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবিগঞ্জ শহরের উমেদনগর শিল্পনগর এলাকার ব্যবসায়ী হামিদ মিয়া আর নেই নবীগঞ্জে প্রতিপক্ষেও হামলায় এক ব্যক্তি আহত উৎসব মুখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন ॥ এটিএম সালাম সভাপতি, ছনি চৌধুরী সম্পাদক

নবীগঞ্জের বনগাও আধ্যাত্বিক মহাপুরুষ দুর্লভ ঠাকুর মন্দিরে ৪২তম বার্ষিক উৎসব সম্পন্ন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১
  • ৩৩১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাও হাছনকালী এলাকায় আধ্যাত্বিক জগতের মহাপুরুষ শ্রী শ্রী দুর্লভ ঠাকুরের অলৌকিক মন্দিরে শেরপুর বাজার কমিটির কৃষ্ণলীলা সেবক সংঘের উদ্যোগে ৪২ তম বার্ষিক উৎসব বিভিন্ন অনুষ্টানমালার মধ্য দিয়ে ২৬ জানুয়ারী মঙ্গলবার দুপুরে সম্পন্ন হয়েছে। অনুষ্টানমালার মধ্যে ছিল শ্রীমদভাগবত গীতা পাঠ, অধিবাস, অষ্টপ্রহরব্যাপী লীলাকীর্তন ও মহাপ্রসাদ বিতরণ। অনুষ্টানে কীর্তন পরিবেশন করেন, বিয়ানী বাজারের দেবাশীষ দাশ, গোয়াইনঘাটের বিদু চন্দ, কুলাউড়ার বিদ্যুৎ মল্লিক, সুনামগঞ্জের নির্বান সুত্রধর। উৎসব কমিটির সভাপতি কালীপদ দাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুবল চন্দ্র পালের পরিচালনায় এতে অংশগ্রহন করেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, সাধারন সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল, উৎসব কমিটির উপদেষ্টা ইউপি চেয়ারম্যান অরবিন্দু পোদ্দার, ডাঃ সুধেন্দু পোদ্দার, অনুলাল দে, ঝলক পাল, ওমর দেব, রতিন্দ্র সূত্রধর, সুব্রত দেব, অশক দেব, দিবাংশু পাল, রমাকান্ত সূত্রধর, রনজয় সূত্রধর, মিন্টু বাবু, নবীগঞ্জ ১২ ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি অঞ্জন পুরকায়াস্থ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের দপ্তর সম্পাদক অমলেন্দু সূত্রধর, ওসমানীনগর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি নিধির সূত্রধর, যুগ্ম সম্পাদক অশোক কুমার দেব, সাংবাদিক সুলতান মাহমুদ, ব্র্যাক ম্যানেজার শাহজাহান সিরাজ, উৎসব কমিটির সহ-সভাপতি বিশ্বজিত রায়, বাবুল সুত্রধর, শশাংক চন্দ্র পাল, সাধন সুত্রধর, যুগ্ম সম্পাদক রতিশ গোপ, জোর্তিম্ময় দেবনাথ, সমীরন সূত্রধর, কোষাধ্যক্ষ দুলাল সুত্রধর, স্বপন সুত্রধর, সাংস্কৃতিক সম্পাদক সুনিল সূত্রধর, সহ সাংস্কৃতিক সম্পাদক দীলিপ সুত্রধর, দপ্তর সম্পাদক নিবাস সূত্রধর, সুহেল সূত্রধর, ঝন্টু আচার্য্য, ঝুমন সূত্রধর, বিজিত সুত্রধর, প্রচার ম্পাদক সুশিতল সূত্রধর, সহ প্রচার সম্পাদক সন্টু সূত্রধর, জগন্নাথ দাশ, মৃদুল রায়, রাজিব সূত্রধর, কানু সূত্রধরসহ অন্যান্য নের্তৃবৃন্দ। অনুষ্টানে সহস্রাধিক ভক্তবৃন্দের মাঝে মহা প্রসাদ বিতরন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com