স্টাফ রিপোর্টার ॥ আন্তঃজেলা মোটর সাইকেল চোরের গডফাদার মাহবুব সোবহান মুন্না (২২) কে অবশেষে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ফ্রেজার মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। তবে তার অপর দুই সহযোগি পালিয়ে গেছে। হবিগঞ্জ ডিবি পুলিশ নবাগত ওসি মোঃ আল আমিন ও এসআই রকিবুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ গত সোমবার গভীর রাতে ২নং পুল এলাকায় অভিযান চালিয়ে চোরাইকৃত মোটর সাইকেলসহ তাকে আটক করেন। এ সময় তার দুই সহযোগী পালিয়ে যায়। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র মোটর সাইকেল চুরির সাথে জড়িত। তাদের হাত থেকে বাদ যাচ্ছে না পুলিশ, সাংবাদিকের মোটর সাইকেলও। ডিবির ওসি জানান, অধিক তথ্য জানতে গ্রেফতার মুন্নাকে রিমান্ডে আনা হবে।