স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের চোরের উপদ্রব মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। প্রতিদিনই বাসা-বাড়ি বা দোকানে চুরি হচ্ছে। এতে করে ব্যবসায়ীদের মাঝে আতংক বিরাজ করছে। গতকাল মঙ্গলবার রাত ৮টায় শহরের সবুজ বাগ এলাকার একটি ক্লিনিকে চুরি প্রতিরোধে সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, ব্যাকস সমিতির সভাপতি আলহাজ¦ শামসুল হুদা, সাধারণ সম্পাদক দেওয়ান মোহাম্মদ আলমগীর, সদর থানার ওসি মোঃ মাসুক আলী, ওসি (তদন্ত) দৌস মোহাম্মদ।
সভায় চুরি, ছিনতাই রোধে সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানানো হয়। এ ছাড়াও প্রতিটি এলাকায় অধিক পাহারাদার নিয়োগ করা হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়। তাছাড়া ব্যাকস সমিতির পক্ষ থেকে চোরদের তালিকা তৈরি করে পুলিশের হাতে দেয়া হয়েছে। ব্যবসায়ীরা বলেন, যদি চোর ধরা না হয় তারা দোকান বন্ধ করে রাজপথে নামবেন।