বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলা সাংবাদিক ফোরামের বার্ষিক বনভোজন ও আনন্দভ্রমন ২০২১ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সিলেটের জাফলংয়ে এ ভ্রমন অনুষ্ঠিত হয়। ভ্রমনে ছিল পুরষ্কার বিতরন ও সঙ্গীতা অনুষ্ঠানের। সংগঠনের সভাপতি সিদ্দিকুর রহমান মাসুমের সভাপতিত্বে সাধারন সম্পাদক এফ আর হারিছ ও সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ কুটি, প্রবাসী উন্নয়ন ফোরামের উপদেষ্টা নজির হোসাইন হাসু, চুনারুঘাট উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ আলাউদ্দিন, সহ-সভাপতি মোঃ শাহজাহান মিয়া, আমার সিলেট নিউজ এর ভারপ্রাপ্ত সম্পাদক ইমন মিয়া, কে এম ম ফাউন্ডেশনের সভাপতি জাবেদ মিয়া, সাধারন আহমদ রেদুয়ান আহমদ, আমাদের সংবাদ নবীগঞ্জ প্রতিনিধি মুজিবুর রহমান, মোঃ ফজলুর রহমান প্রমূখ। বিকেলে জাফলংয়ের জিরো পয়েন্টে খাবার শেষে বিশিষ্ঠ শিল্পীদের সঙ্গীত শেষে পুরষ্কার বিতরন ও অতিথিদের মগ প্রদান করা হয়।