নবীগঞ্জ প্রতিনিধি ॥ সারা দেশের ন্যায় নবীগঞ্জে উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ লুৎফর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ আশরাফ আলী, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ দুলাল উদ্দিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আমিনুল হক প্রমূখ। এছাড়া বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ আলোচনায় অংশ গ্রহন করেন। পরে এক বর্ণাঢ্য র্যালী অনুষ্টিত হয়। র্যালীটি শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে।