স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে বিষপানে এক কিশোরী আত্মহত্যা করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চুনারুঘাট উপজেলার বাসুল্লা গ্রামের সিলন মিয়ার মেয়ে বিলকিস আক্তার (১৩) গত বুধবার দিবাগত রাত ৭টায় বাড়িতে বিষাক্রান্ত হয়ে ছটফট করতে থাকলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই রাত অনুমান ২টায় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। গতকাল বৃহস্পতিবার ময়না তদন্তের জন্য তার লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়। তবে তার আত্মহত্যার কারণ জানা যায়নি।