স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া থেকে নারী নির্যাতন মামলার পলাতক আসামি আব্দুল হামিদ (৪৫) কে আটক করেছে পুলিশ। সে ওই গ্রামের আব্দুস সাত্তারের পুত্র। গত রবিবার দিবাগত গভীররাতে সদর থানার এসআই নাজমুল হকের নেতৃত্বে পুলিশ ওই গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে। পুলিশ জানায়, সে নারী নির্যাতন মামলার পলাতক আসামি। এতোদিন সে আত্মগোপনে ছিল।