চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় কলেজ ছাত্রীসহ ১০জনকে আহত হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে গাজীগঞ্জ গ্রামের আব্দুল আউয়ালের বাড়ীতে এ হমলার ঘটনাটি ঘটেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে- একই গ্রামের মহসিন খান ও তার লোকজন আব্দুল আউয়ালের বাড়ী ঘরে হামলা ও ভাংচুর চালায়। এতে বৃন্দাবন কলেজের ছাত্রী মাহমুদা আক্তার সুমি (২৩), আব্দুল আউয়ালের স্ত্রী আছিয়া খাতুন (৪৫), জাহানারা বেগম (৩৫), সোহাগ মিয়া (১৮), শামীম মিয়া (১৫)সহ ১০জন আহত হয়। আহতদেরকে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।