নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে পোনা মাছ বিক্রেতাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২০কেজি পোনা জব্দ করেছে মৎস্য বিভাগ। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে আউশকান্দি হীরাগঞ্জ বাজারে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আমিনুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় পোনা মাছ বিক্রেতারা দৌড়ে পালিয়ে গেলেও বিভিন্ন জাতের প্রায় ১৫ কেজি মাছের পোনা জব্দ করে মৎস্য অফিসে নিয়ে আসা হয়। পরে জব্দকৃত পোনা মাছ উপজেলা জামে মসজিদের পুকুরে এবং শাখা বরাক নদীতে অবমুক্ত করা হয়।