প্রেস বিজ্ঞপ্তি ॥ ‘পরিবেশ এর ভারসাম্য বজায় রাখবো, প্রত্যেকে একটি করে গাছ লাগাব’ এই শ্লোগানকে সামনে রেখে ব্র্যাক আইডিপি ইকরাম অফিসের উদ্যোগে আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয়েছে। গতকাল ব্র্যাক ইকরাম কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের উদ্যোগে একটি র্যালী ইকরাম অফিস থেকে বাজার পর্যন্ত প্রদক্ষিণ করে। পরে ইকরাম অফিসে পরিবেশ দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন শাখা ব্যবস্থাপক মুশরাফুল ইসলাম, পিও বিইপি হৈমন্তি, আব্দুল কাদির।