নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ৪ নং দীঘলবাক ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধরন সম্পাদক স্বপন সূত্রধরের পিতা সত্যেন্দ্র সূত্রধর (৯৪) এর শ্রাদ্ধানুষ্টান বিভিন্ন অনুষ্টানমালার মধ্য দিয়ে ২৩ জানুয়ারী শনিবার বহরমপুর গ্রামের নিজ বাড়ীতে অনুষ্টিত হয়। শ্রাদ্ধানুষ্টানে পৌরহিত্য করেন, মিহির আচায্য। এ সময় নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি উত্তম কুমার পাল হিমেল, শিক্ষক নিখিল সূত্রধর, হিমাংশু সূত্রধর, অবসরপ্রাপ্ত শিক্ষক নিতেন্দ্র সূত্রধর, জিতেনাদ্র সূত্রধর, শিক্ষক শ্যামল ভট্টাচায্য, পুতুল সূত্রধরসহ বিভিন্ন সামাজিক সংগঠনের লোকজন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সত্যেন্দ্র সূত্রধর (৯৪) বার্ধক্যজনিত কারনে গত ১৩ জানুয়ারী বুধবার দুপুরে নিজবাড়ীতে পরলোকগমন করেন।