বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ থানার ওসি কামালের অপসারণের দাবীতে ঝাড়ু মিছিল নবীগঞ্জ সবজি দোকানে আগুন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি আগামীকাল দিনারপুর কলেজে আসছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ পইল মাছের মেলায় প্যানেল চেয়ারম্যানকে হেনস্তা মাধবপুরে বিএনপির মিলন মেলা ॥ শিল্পপতি সৈয়দ ফয়সলকে প্রার্থী চান নেতাকর্মীরা নবীগঞ্জে তানহা জনি’র “কোমল হাতে স্নেহের পরশ” বইয়ের মোড়ক উন্মোচন চুনারুঘাট মুড়ারবন্দ ১২০ আউলিয়া মাজার শরীফে বার্ষিক ওরস শুরু নবীগঞ্জে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্টিত বানিয়াচঙ্গে বৈষম্য বিরোধী আন্দোলনে ৯ জন নিহতের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৬৪ জনের বিরুদ্ধে অভিযোগ নবীগঞ্জ অইনগাঁও সড়ক লাখো মানুষের কান্না !

বানিয়াচংয়ে প্রধানমন্ত্রী‘র উপহারের ঘর হস্তান্তরে এমপি মজিদ খান ॥ ২৩ জানুয়ারী ২০২১ ঐতিহাসিক দিনের স্বাক্ষী হয়ে রইলাম আমরা

  • আপডেট টাইম রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১
  • ৩৬১ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ মুজিব বর্ষ উপলক্ষ্যে বানিয়াচংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর পেয়েছেন ৫৫ পরিবার। শুধু ঘর‘ই নয় ঘরের সাথে ২ শতক করে জমি ও পেয়েছেন ওই সমস্ত পরিবার। ২৩ জানুয়ারী সকাল ৯টায় গনভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের গৃহহীন পরিবারের জন্য নির্মিত ঘর হস্তান্তরের আনুষ্টানিক উদ্ধোধন করেছেন।
এ উপলক্ষ্যে বানিয়াচং উপজেলা পরিষদ মিলনায়তন থেকে সংযুক্ত হয়ে অনুষ্টানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এডভোকেট আব্দুল মজিদ খান, উপজেলা চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা, সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেন, ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, কৃষি কর্মকর্তা এনামুল হক, অধ্যক্ষ স¦পন কুমার দাশ, শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম সরকার, ইউএইচও শামীমা আক্তার, প্রকল্প কর্মকর্তা মলয় কুমার দাশ, সাবরেজিষ্ট্রার মোস্তফা কামাল পাশা, সহকারী প্রোগ্রামার মোফাজ্জল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা জাফর সিদ্দিকী, আওযামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া,ফায়ার ষ্টেশন ইনচার্জ সৈয়দ শেখ, প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া প্রমূখ। বানিয়াচং উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বানিয়াচং উপজেলায় তালিকাভূক্ত ভূমিহীন পরিবার আছে ৯৮৭টি। তাদেরকে পর্যায়ক্রমে ঘরসহ জমি প্রদান করা হবে। এবং যাদের নিজস্ব ভূমি আছে কিন্তু ঘর নাই তাদেরকেও ঘর তৈরি করে দেওয়া হবে বলে জানানো হয়। এ উপলক্ষ্যে সংক্ষিপ্ত আলোচনায় সংসদ সদস্য আলহাজ¦ এডভোকেট আব্দুল মজিদ খান বলেন, ২৩ জানুয়ারী ২০২১ একটি ঐতিহাসিক দিন। এই ঐতিহাসিক দিনের আজকের এই ঘটনার স্বাক্ষী হয়ে রইলাম আমরা। তিনি এ সময় বলেন বিশে^র কোন রাষ্ট্র নায়ক একদিনে একসাথে এত ঘর গৃহহীনদেরকে কখনও দিয়েছেন বলে কোন নজির বিশে^র বুকে নেই। এটা সম্ভব হয়েছে জাতিরজনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে দেশবাসীর জন্য এর চেয়ে আর বড় সুসংবাদ কি হতে পারে। আমরা সকলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবো। আমরা আজ দোয়া করবো জাতির জনকের আত্মার শান্তির জন্য। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে কোন মানুষ গৃহহীন থাকবেনা, পর্যায়ক্রমে সকল গৃহহীনদের গৃহ নির্মাণসহ সকল প্রকার সুযোগ সুবিধা পাবে সমাজের অসহায় হতদরিদ্র মানুষ। এ মহতী কাজটি সুন্দরভাবে সম্পন্ন করায় উপজেলা প্রশাসনসহ এ কাজে জড়িত সকলকে ধন্যবাদও জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com