আবুল কাসেম, লাখাই থেকে ॥ বিপুল দর্শকের সমাগমের মধ্য দিয়ে লাখাই উপজেলার পুর্ব সিংহগ্রাম ফুটবল টুর্নামেন্ট ২০২১ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার পূর্ব সিংহগ্রাম ফুটবল মাঠে বিকাল ৩টা থেকে শুরু হওয়া তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ০১ গোলে ফান্ডাইল একাদশ কে হারিয?ে বিজয় ছিনিয়ে নেয় জিরুন্ডা একাদশ ফুটবল টিম। আব্দুল হাই মাষ্টার শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে ও পূর্ব সিংহগ্রামবাসীর আয়োজনে অনুষ্ঠিত খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ১মপুরস্কার ঘোড়া, ২য় পুরস্কার, বাইসাইকেল ও ৩য় পুরস্কার মোবাইল সেট তুলে দেন লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল হাই শিক্ষা ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও সিলেট দক্ষিণ সুরমার উপজেলা প্রকৌশলী আফসার আহম্মেদ , মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম প্রমুখ।
পুরস্কার বিতরনী অনুষ্টানে বক্তাগন , যুব সমাজকে খেলাধূলার প্রতি আগ্রহী করতে আব্দুল হাই মাষ্টার শিক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান (এসিস্টেন্ট ইমিগ্রেশন এটর্নী নিউ ইর্য়ক) কাউসার মুবিন শাওনের এই উদ্যোগের প্রশংসা করেন।