নবীগঞ্জ প্রতিনিধি ॥ করোনা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা শহরের ওসমানী রোডস্থ বায়তুল নুর জামে মসজিদে নবীগঞ্জ পৌর যুবলীগের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আমিনুর রহমান সুমন, নবীগঞ্জ পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, সিনিয়র সদস্য রুবেল আহমেদ চৌধুরী, মাহবুবুর রহমান ময়না, আজিজুর রহমান আজিজ, শেখ হাসান, জিলুর রহমান সাজিদুর রহমান, পারভেজ চৌধুরী, হেলাল চৌধুরী, মশিউর রহমান টিটু, রুদয় আহমেদ সাজু, কুশিক শুভসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।