নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে মোঃ জিলুর রহমান (শিশু মিয়া) কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ও যুক্তরাষ্ট্র প্রবাসী মোঃ ফজলে মেহেদী মারুফ এর সৌজন্যে শীত বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার (২২ জানুয়ারি) বিকেলে বাউসা ইউনিয়নের পাইকপাড়া গ্রামে শীত বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়। উদ্বোধন করেন ট্রাস্টেরীর সহ ধমিণী সুফিয়া বেগম,মোঃ জিল্লুর রহমান শিশু মিয়া ট্রাস্ট এর চেয়ারম্যান ওমর শরীফ মহসিন সভাপতিত্বে, মোঃ ফজলে রাব্বি মাছুম এর পরিচালনায় শীত বস্ত্র বিতরণকালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সরফরাজ চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান চৌধুরী সেফু, বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ সাদিকুর রহমান শিশু, সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক ডাঃ সুজিত দাশ, এলাকার মুরুব্বি মখলিছ মিয়া, সাদিকুর রহমান, সৈয়দ তাহের আলী, ইজাজ মিয়া তালুকদার, আবু লেইচ তালুকদার, তুহিন চৌধুরী, জাকারিয়া চৌধুরী আজাদ, লোকমান চৌধুরী, মোজাহিদ আরও উপস্থিত ছিলেন শিশু মিয়া কল্যাণ ট্রাস্ট এর সম্মানিত সদস্য ফজলে আহমেদ সুমন, ফজলে হাসিব অভি, ওসমান শরীফ, মাহিন প্রমুখ।