স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখায় ওসি হিসেবে যোগদান করলেন মোঃ আল আমিন। গত ১৯ জানুয়ারি তিনি ডিবি অফিসে যোগদান করেন। এর আগে তিনি দীর্ঘদিন সততা ও নিষ্টার সাথে হবিগঞ্জ কোর্ট ইন্সপেক্টর হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ২০০৪ সালে সিলেট বিভাগে এসআই হিসেবে চাকরিতে যোগদান করেন। দীর্ঘদিন হবিগঞ্জ কোর্টের সিএসআই এবং র্যাবে দায়িত্ব পালন করেন। পরে জাতিসংঘ মিশনে অংশগ্রহণ শেষে সিলেট, মৌলভীবাজারসহ বিভিন্ন এলাকায় চাকরি করেন। বানিয়াচং উপজেলার সুজাতপুর ফাঁড়ির ইনচার্জ এবং সবশেষ তিনি হবিগঞ্জ কোর্টের ইন্সপেক্টর হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দায়িত্ব পালনে তিনি সাংবাদিকদেরকে সর্বাক্ষনীক সহযোগিতা করেন। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলা সদরের বটগাঁও গ্রামে। দায়িত্ব পালনে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।