নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কালিয়াভাঙ্গা ইউনিয়নের শ্রীমতপুর গ্রামের প্রভাবশালী কোর্টের আদেশ অমান্য করে বিরোধপূণ জায়গা পানি মেশিন দিয়ে পানি নিস্কাশন করার অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ গিয়ে পানি সেচ কাজ বন্ধ করে সংঘর্ষের কবল থেকে রক্ষা করে। জানা যায়, উল্লেখিত গ্রামের আনফর মিয়ার পুত্র মোঃ আব্দুল আলীমের সাথে তার নিকট আতœীয় একই গ্রামের আহম্মদ মিয়া, আরশাদ মিয়া, মারাজ মিয়া গংদের সাথে মালিকানা জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে তাদের মধ্যে দীঘদিন ধরে বিরোধ ও কোর্টে মামলা মোকদ্দমা চলে আসছিল। কয়েকদিন পূর্বে আহমদ মিয়া বাদি হয়ে আঃ আলীমের উপর তার জায়গা কাজ করতে বাধা প্রদান করে এমন অভিযোগ এনে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ তদন্ত করতে সরজমিনে যান নবীগঞ্জ থানার সাব ইন্সেপেক্টর মৃদুল কুমার ভৌমিক একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান এবং রাতে উভয় পক্ষের কাগজ পত্র নিয়ে থানা আসার আহবান জানান। উভয় পক্ষ কাগজ নিয়ে আসলে সাব ইন্সেপেক্টর তিনি আহমদ মিয়া কাজ করার জন্য নির্দেশ দেন এবং আব্দুল আলীমকে বাধা প্রদান করতে বিরত থাকার আহবান জানান এবং কাজ করতে বাধা দিলে থাকে গ্রেফতারের ভয় দেখান বলে আব্দুল আলীম জানান। পরে আব্দুল আলীম তার মালিকানা জায়গায় কাজ বন্ধ করার জন্য হবিগঞ্জ কোর্টে বিরোধপূর্ন জায়গায় ১৪৪ ধারা জারি করান। কোর্টের নিষেধজ্ঞার খবর পেয়ে চালাকচতুর আহমদ মিয়া গংরা রাতের আধারে কোর্টের আদেশ অমান্য নিষেধজ্ঞা জায়গায় পানি নিষ্কাশনের জন্য পানির মেশিন দিয়ে পানি সেচ করতে শুরু করেন। খবর পেয়ে নবীগঞ্জ থানার এ এস আই দ্বীন ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পানি সেচ মেশিন জব্দ করেন এবং কাজ বন্ধ করে দিয়ে আসেন।