স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে ১ম বার বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হাবিবুর রহমান মানিক ধানের শীষ প্রতীকে ৫০৩১ ভোট পেয়ে বেসরকারী ভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি (আওয়ামীলীগ বিদ্রোহী) স্বতন্ত্র প্রার্থী নারিকেল গাছ প্রতীক পেয়েছেন ৪১৮৫ ভোট। তাছাড়া স্বতন্ত্র মেয়র প্রার্থী এস.এম মুসলিম মগ প্রতীক পেয়েছেন ৩০৮৫ এবং আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী শ্রীধাম দাস গুপ্ত নৌকা প্রতীক পেয়েছেন ৬০৮ ভোট। গতকাল শনিবার (১৬ জানুয়ারী) রাত সাড়ে ৮টায় সহকারি রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মনিরউজ্জামান ফলাফল ঘোষনা করেন। মোট ভোটার ১৫ হাজার ৯৮৭ জন ভোটারের মধ্যে ১৩১০৫ জন ভোটার ভোট প্রয়োগ করেন এর মধ্যে ১৯৬টি ভোট বাতিল হয়ে যায়। এ ছাড়া সাধারন কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে আফজাল মিয়া পাঞ্জাবী প্রতীক ৭৫৩ ভোট পেয়ে বিজয়ী তাঁর নিকটতম প্রদিদ্বন্দ্বি গোলাপ খাঁন পানির বোতল প্রতীক পেয়েছেন ৬৭৮ ভোট ২নং ওয়ার্ডে আব্দুল হাকিম উটপাখি প্রতীক ৭১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তাঁর নিকটতম শাহজাহান চৌধুরী টিটু (পানির বোতল) মোঃ জাহাঙ্গীর মিয়া (পাঞ্জাবী) ও হরিদাস রায় (টেবিল ল্যাম্প) ৩নং ওয়ার্ডে মোঃ বাবুল হোসেন পানির বোতল প্রতীক ৬৪৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম আলমগীর কবির পাঞ্জাবী প্রতীক পেয়েছেন ৫৯৯ ভোট। ৪নং ওয়ার্ডে সামসুল আলম পাঠান পাঞ্জাবী প্রতীক ৪৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ মনির উদ্দিন পাঠান উটপাখি প্রতীক পেয়েছেন ৩৯৪ ভোট ও ৫নং ওয়ার্ডে মোহাম্মদ মোবারক উল্লাহ ডালিম প্রতীক ৩১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম টুটুল খাঁন পাঞ্জাবী ২০২ ভোট। ৬নং ওয়ার্ডে বিশ্বজিত চন্দ্র দাস (পাঞ্জাবী প্রতীক ৯৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম পরিমল চন্দ্র দাস পানির বোতল প্রতীক পেয়েছেন ৫২৮ ভোট। ৭নং ওয়ার্ডে শেখ জহিরুল ইসলাম ব্লাকবোর্ড ৪৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম অজিত কুমার পাল পানির বোতল প্রতীক পেয়েছেন ৩৫২ ভোট। ৮নং ওয়ার্ডে বকুল চন্দ্র ঋষি পাঞ্জাবী প্রতীক ৫০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিমল চন্দ্র ঋষি উটপাখি প্রতীক পেয়েছেন ৪৭০ ভোট। ৯নং ওয়ার্ডে মোঃ দুলাল খাঁ পানির বোতল প্রতীক ৫৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম মোঃ সেলিম মিয়া পাঞ্জাবী প্রতীক পেয়েছেন ৩১৯ ভোট। সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে মোছাঃ সাহা বানু আনারস প্রতীক ২৪২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম মোছাঃ মাহমুদা বেগম চশমা প্রতীক পেয়েছেন ১৪৫৯ ভোট। ২নং ওয়ার্ডে ইশরাত জাহান ডলি জবা ফুল প্রতীক ২১২৮ ভোট পেয়ে নিবার্চিত হয়েছেন তাঁর নিকটতম মনি রানী দাস আনারস প্রতীক পেয়েছেন ১৭৯৮ ভোট। ৩নং ওয়ার্ডে স্বপ্না পাল চশমা প্রতীক ৩২৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি রোজিনা আক্তার আনারস প্রতীক ৫৩৫ পেয়েছেন ভোট। আইন শৃংখলা বাহিনীর ব্যাপক উপস্থিতি ও প্রত্যেক কেন্দ্রে ম্যাস্ট্রিটের উপস্থিতিতে কোন বি-শৃংখলা ছাড়াই পৌর নির্বাচন শেষ হয়েছে। তাছাড়া জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা নির্বাচন পর্যবেক্ষন করেছেন। সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।