স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভায় মেয়র পদে প্রার্থীতা ঘোষণা করলেন আইন ছাত্র ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি ও হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আয়কর আইনজীবী শাহ রাজিব আহমেদ রিংগন। তিনি বিএনপির মনোনয়ন প্রত্যাশী। গতকাল বুধবার বিকেলে শায়েস্তানগরস্থ হাই-টাওয়ার মার্কেটের সামনে পৌরবাসীর সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি নিজের প্রার্থীতা ঘোষণা করেন। শায়েস্থানগর গ্রামের বিশিষ্ট মুরুব্বি শাহ তৈয়ব আলী সভাপতিত্বে ও বিশিষ্ট ব্যবসায়ী শাহ নাছির উদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও হবিগঞ্জ বারের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মঞ্জুর উদ্দিন শাহিন, হবিগঞ্জ আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সাবেক জিপি ও বিএনপি নেতা এডভোকেট আফতাব উদ্দিন, ওলামাদলের সাবেক সভাপতি এডঃ মোঃ ইলিয়াস, সদর থানা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আজম উদ্দিন, মোঃ শাহিন জাহান, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক বার বার নির্বাচিত সাবেক পৌর কাউন্সিলর মাহবুবুল হক হেলাল, আব্দুল কালাম মাষ্টার, জেলা ছাত্রদলের সহ-সভাপতি সৈয়দ রুহুল আমিন জনি, যুগ্ম সম্পাদক গোলাম মাহবুব, পৌর কৃষক দলের সভাপতি আশরাফুর ইসলাম সবুজ, মাহমুদাবাদের গ্রামের বিশিষ্ট মুরুব্বি আব্দুস শহীদ, প্রামের মুরুব্বি শাহ মোস্তফা মিয়া, জেলা যুবদল নেতা শাহ রুবেল, ওয়ার্ড বিএনপি যুগ্ম সম্পাদক শফিক মিয়া, শ্রমিক দল নেতা মোহাম্মদ আলী, জেলা ছাত্রদলে ১ম সহ-সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম রাব্বি, সদর থানা ছাত্রদলের সদস্য সচিব নাজমুল হাসান অনি, যুগ্ম আহবায়ক বদরুদ্দোজা রানা, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রোকন মিয়া, কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফিন আবদাল রিয়াদ, জাহিদুল ইসলাম সাগর, যুগ্ম আহবায়ক জুয়েল মিয়া, সাইফুল ইসলাম, পলিটেকনিক্যাল কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক কামরুল হাসান, আলমগীর হোসেন, সাইফুল ইসলাম রিয়াজ প্রমুখ। মতবিনিময় সভায় দল মত নির্বিশেষে বিভিন্ন দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সামাজিক সংগঠন, থানা ও পৌর বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিতি ছিলেন।