শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৯:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরের খোয়াই জেনারেল হাসপাতালে তালা ঝুলিয়ে দিয়েছে স্বাস্থ্য বিভাগ শায়েস্তাগঞ্জে ফসলি জমি থেকে মাটি কেটে ভরাট হচ্ছে পুকুর নবীগঞ্জে সিএনজি স্টেশন দখল নিয়ে উত্তেজনা বহুলায় অগ্নিকাণ্ড ॥ অল্পের জন্য রক্ষা পেয়েছে কয়েকটি বাড়ি রিমান্ড শেষে যুবলীগ নেতা আলমগীরকে কারাগারে শহরের উমেদনগরে দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার চুনারুঘাট প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবিগঞ্জ শহরের উমেদনগর শিল্পনগর এলাকার ব্যবসায়ী হামিদ মিয়া আর নেই নবীগঞ্জে প্রতিপক্ষেও হামলায় এক ব্যক্তি আহত উৎসব মুখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন ॥ এটিএম সালাম সভাপতি, ছনি চৌধুরী সম্পাদক

নবীগঞ্জ পৌর নির্বাচন ॥ প্রচারণা তুঙ্গে ॥ ৩ মেয়র প্রার্থীর পদচারণায় সরব পৌরসভার জনপদ

  • আপডেট টাইম বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১
  • ৪২২ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ পৌরসভার নির্বাচনকে সামনে রেখে ব্যস্ত সময় পাড় করছেন প্রার্থীরা। সমান তালে নির্ঘুম প্রচার-প্রচারণায় চালিয়ে যাচ্ছেন মেয়র-কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরা। ১৬ জানুয়ারি পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হবে নবীগঞ্জ পৌরসভার নির্বাচন। ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত নবীগঞ্জ পৌরসভা ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত। বর্তমানে এই পৌরসভার মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ৮শ ৭৭ জন। নির্বাচনে সামনে রেখে নবীগঞ্জ শহরসহ পৌর এলাকার আশপাশ পোস্টার-ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে, প্রচার-প্রচারণা ও মাইকিংয়ে সরব নবীগঞ্জ পৌর এলাকার জনপদ। কে হচ্ছেন আগামী ৫ বছরের জন্য পৌর পিতা। তা নিয়ে আলোচনা গড়িয়েছে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম-গঞ্জে। পৌরসভায় মেয়র পদে ৩ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ ও সাধারণ কাউন্সিলর পদে ৩৭ জন প্রার্থী মিলিয়ে মোট ৫২ জন প্রার্থী ভোটের লড়াই চালিয়ে যাচ্ছেন। মেয়র পদে প্রতিন্দ্বন্দ্বিতা করছেন ৩ জন প্রার্থী তারা হলেন- নবীগঞ্জ পৌরসভার বর্তমান মেয়র ও বিএনপি মনোনীত প্রার্থী ছাবির আহমদ চৌধুরী (ধানের শীষ), আওয়ামীলীগের মনোনীত প্রার্থী গোলাম রসুল রাহেল চৌধুরী (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মাহবুবুল আলম সুমন (জগ)। তিন মেয়র প্রার্থীর পদচারণায় মুখর পৌরসভার জনপদ। মেয়র প্রার্থীর পাশাপাশি শেষ মুহুর্তে নির্ঘুম প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলররা। পৌর এলাকার বিভিন্ন গ্রাম, হোটেল, রেস্তুরাসহ বিভিন্ন পর্যায়ের নানা কৌশলে ভোটারদের মন জয় করতে তীব্র শীতের মাঝেও প্রার্থীদের নির্ঘুম প্রচারণায় ভোটের আমেজ লক্ষ্য করা যাচ্ছে। অপর দিকে আওয়ামীলীগ ও বিএনপির পাল্টাপাল্টি অভিযোগে উত্তাপ ছড়িয়েছে নবীগঞ্জের রাজনীতির মাঠে। আওয়ামীলীগের অভিযোগ- নির্বাচনকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা করছে বিএনপি। অপরদিকে বিএনপির অভিযোগ- নির্বাচনে প্রভাব বিস্তার করার জন্যই আওয়ামীলীগ মিথ্যাচারের আশ্রয় নিয়ে মামলা দিয়ে নেতাকর্মীকে হয়রানি করা হচ্ছে। তবে সুবিধাজনক অবস্থানে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী। ভোটের সমিকরণ বলছে-নানা গ্রুপিংয়ের পরও বিএনপির ভোট ব্যাংক নিয়ে মাঠে সরব রয়েছে বর্তমান মেয়র ও বিএনপি মনোনীত প্রার্থী ছাবির আহমদ চৌধুরী, আওয়ামীলীগের ভোট ব্যাংক নিয়ে মাঠে রয়েছেন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী গোলাম রসুল রাহেল চৌধুরী। তবে শ্রমিক ও মৎসজীবী নেতা হিসেবে সুবিধাজনক অবস্থানে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী মাহবুবুল আলম সুমন। নির্বাচন প্রসঙ্গে বর্তমান মেয়র ও বিএনপি মনোনীত প্রার্থী ছাবির আহমদ চৌধুরী বলেন, নির্বাচনকে সামনে রেখে আমার নেতাকর্মীদের মিথ্যা ও সাজানো মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে, ১৬ জানুয়ারি সাধারণ মানুষ যাতে ভোট কেন্দ্রে যেতে পারে সেই অবস্থান নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহবান জানাচ্ছি। যদি মানুষ সুষ্ঠভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে আমি শতভাগ আশাবাদী জনসাধারণ আমাকে পুনরায় নির্বাচিত করবে। আগামী ১৬ জানুয়ারি নবীগঞ্জ পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ পৌরসভায় মোট ১০টি ভোটকেন্দ্রে ৪৮ টি বুথে ভোটগ্রহণ করা হবে। মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ৮শ ৭৭ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com