মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ের চাঞ্চল্যকর তানভির হত্যাকান্ডের ঘটনায় ৩২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫/২০ জনকে আসামি করে বানিয়াচং থানায় হত্যা মামলা দায়ের (মামলা নং ৬, তারিখ ১১.১.২১) করা হয়েছে। নিহত তানভীরের বাবা মন্তাজ মিয়া বাদী হয়ে সোমবার মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের পরপরই বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন এর নেতৃত্বে শায়েস্তাগঞ্জ এলাকায় পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে মোতাহের মিয়া, সাবলাল ওরফে আব্দুল আউয়াল এবং মামু মিয়াকে গ্রেপ্তার করা হয়। একই দিন রাতে বানিয়াচং থানার এসআই আব্দুস ছত্তার সহ একদল পুলিশ বড়ইউড়ি গ্রামে অভিযান চালিয়ে ফারুক নামে অপর এক আসামিকে গ্রেপ্তার করে। মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে বানিয়াচং থানার এসআই আব্দুস ছত্তারকে। এ বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন এর যোগাযোগ করা হলে, তিনি আসামি গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃত আসামিদের রিমান্ডের আবেদন চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানান।
উল্লেখ্য, গতকাল ৯ জানুয়ারী সন্ধ্যা ৭টার দিকে পূর্ব বিরোধের জের ধরে বানিয়াচং উপজেলার ৭নং বড়ইউড়ি ইউনিয়নের বড়ইউড়ি গ্রামের খলিয়া বাড়ীর সামনে প্রতিপক্ষের হামলায় তানভীর মিয়া (২০) নামে এক যুবক নিহত হন। সে বড়ইউড়ি গ্রামের মোন্তাজ মিয়ার পুত্র।