স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকা থেকে প্রেমিক যুগলকে আটক করেছে পুলিশ। এ সময় প্রেমিকের এক বন্ধুকেও আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে, বানিয়াচং উপজেলা সদরের গরিব হোসেন মহল্লার জনৈক ব্যক্তির মেয়ে (২২), আশ্রব উদ্দিনের ছেলে রেওয়ান আহমেদ (২৪) ও তার বন্ধু পইল গ্রামের মৃত মরম আলীর ছেলে সোহাগ মিয়া (২০)। গত সোমবার বিকেলে শায়েস্তানগর এলাকায় সিএনজির ভেতরে বসে রেওয়ান ও মেয়েটি অশালিন আচরণ করছিল। এ সময় সোহাগ পাহারায় ছিল। বিষয়টি আঁচ করতে পেরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে সদর থানার এসআই অভিজিৎ ভৌমিক ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসেন। জিজ্ঞাসাবাদে তাদের কথাবার্তা সন্দেহজনক হওয়ায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয় পুলিশ।
এ ব্যাপারে আটককৃত তরুণী জানায়, সে ঢাকার একটি গার্মেন্টেসে কাজ করছিল। রেওয়ান তাকে বিয়ের প্রলোভন দিয়ে হবিগঞ্জ নিয়ে আসে এবং বিভিন্ন স্থানে রেখে তার সাথে শারিরীক সম্পর্ক স্থাপন করে।
এ ঘটনায় এসআই ভৌমিক বাদি হয়ে উল্লেখিত ৩জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।