প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা নাসিব কর্তৃক পাটজাত পন্য উৎপাদন ও বাজারজাতকরণ ৫ দিন ব্যাপি প্রশিক্ষণ গতকাল হবিগঞ্জ সদর উপজেলার আলী ইদ্রিস হাই স্কুল হল রুমে শুরু হয় এবং আগামী ১৬ জানুয়ারী পর্যন্ত চলবে। নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে এসএমই ফাউন্ডেশন ও নাসিব কর্তৃক যৌথ উদ্যোগে এ কর্মশলা আয়োজন করা হয়েছে। হবিগঞ্জ জেলা নাসিব প্রেসিডেন্ট সফিকুল বারী আউয়াল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ শুভ উদ্বোধন করেন হবিগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিসিক এর সহকারী মহা-ব্যবস্থাপক নাজমুল হোসেন, বিসিক শিল্প মালিক সমিতির প্রেসিডেন্ট মোঃ দেওয়ান মিয়া, হবিগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলার শেখ উম্মেদ আলী শামীম, জেলা ফুটবল এসোসিয়েশন এর সহ-সভাপতি শহিদুর রহমান লাল, বিশিষ্ট পঞ্চায়েত মুরুব্বি আব্দুল হান্নান, সিলেট টিটি কলেজের লেকচারার আব্দুল কাইয়ুম। অনুষ্ঠানের শুরুতে কোরআান থেকে তিলাওয়াত করেন প্রশিক্ষনার্থী ইয়াছমীন আক্তার, স্বাগত বক্তব্য রাখেন, আলী ইদ্রিস হাই স্কুলের প্রধান শিক্ষক লায়ন মোঃ লিটন মিয়া। প্রশিক্ষকের দায়িত্বে রয়েছেন মোবাশ্বেরা রহমত উল্লাহ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলী ইদ্রিস হাই স্কুলের পরিচালনা কমিটির সদস্য নাহার আক্তার, সহকারী শিক্ষক তাসলিমা আক্তার, মোহাম্মদ জিল্লুর রহমান, হ্যাপি রানী তালুকদার, মোছাঃ মাহফুজা আক্তার, মোঃ আফজাল হোসাইন রনি, মোঃ হেলাল মিয়া, জোৎ¯œা আক্তার জনি ও জলকিস আক্তার সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ।