মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে পিপুল ফাউন্ডেশন ইউকের উদ্যোগে ৭ জানুয়ারী বৃহস্পতিবার বিকালে মরহুম রমজান আলী মাস্টার’র বাড়ীতে অসহায়, হতদরিদ্র অর্ধশতাধিক পরিবারের সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সৈদ্যারটুলা ১২ মহল্লার ছান্দ সরদার মো. এনামুল হোসেন খান বাহার এর সভাপতিত্বে ও মাতাপুর মহল্লার সাবেক সরদার এসএম হাফিজুর রহমান ওজওহর হোসেন ফাহদী যৌথ সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলায়াত করেন মাওলানা মাসুদুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খান, মো. গিয়াস উদ্দিন, বানিয়াচং প্রেসক্লাব সেক্রেটারী খলিলুর রহমান খলিল, মানবজমিন প্রতিনিধি সাংবাদিক মখলিছ মিয়া, এসআই আব্দুস সাত্তার, পিপল্স ফাউন্ডেশনের পক্ষে বক্তব্য রাখেন ছরওয়ার হোসেন, কাওসার হোসেন নিয়াজী, আব্দুর রশিদ, মাও. নাসির উদ্দিন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ওসি এমরান হোসেন বলেন, যাদের উদ্যেগে এ মহতী কাজগুলো করা হচ্ছে আমি তাদের ধন্যবাদ জানাই, এ মহতী কাজগুলো যেন বেশী বেশী চর্চা হয়, এজন্য তিনি সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানান।