স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট সীমান্তের মাদক স¤্রাট পাগলা আজিজকে (৩৫) ২২৩ বোতল ফেন্সিডিলসহ আটক করেছে বর্ডার গার্ড বিজিবি। বৃহস্পতিবার ভোরে সীমান্তের ছয়শ্রী গ্রাম থেকে গুইবিল বিজিবির গোয়েন্দা সদস্য রফিকুল ইসলামের তথ্যের ভিত্তিতে সুবেদার সেলিম আহমেদ তাকে আটক করেন। সে উপজেলার সুন্দরপুর গ্রামের কনা মিয়ার পুত্র। এ সময় একটি বস্তায় ২২৩ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে বিজিবি। যার মুল্য ৯০ হাজার টাকা। হবিগঞ্জ বিজিবি ৫৫ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (সিও) লেঃ কর্ণেল সামিউন্নবী চৌধুরী হবিগঞ্জের খবর কে বলেন, মাদক ও চোরাকারবারিদের প্রতিরোধে বিজিবি সবসময় তৎপর। এতে কাউকে কোন ধরনের ছাড় দেয়া হবে না।