নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের কৃতি সন্তান, যুক্তরাজ্য বিএনপি নেতা তানহা চৌধুরী তানহার জন্মদিন উপলক্ষে নবীগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল মধ্যে দিয়েই জন্মদিন পালন করা হয়। গতকাল বুধবার দুপুর ২টায় নবীগঞ্জ শহরের ওসমানী রোডস্থ নাইস বাংলা এন্ড চাইনিজ রেস্টুরেন্টে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও দোয়া মাহফিলে হবিগঞ্জে জেলা ছাত্রদলের সদস্য ও নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের অন্যতম যুগ্ম আহব্বায়ক তৌহিদ চৌধুরী সভাপতিত্বে ও পৌর ছাত্রদলের যুগ্ম আহব্বায়ক, আনোয়ার হোসেন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহব্বায়ক মুজিবুর রহমান চৌধুরী শেফু, যুগ্ম আহব্বায়ক শিহাব আহমেদ চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম আহব্বায়ক নরুল আমীন, উপজেলা বিএনপি সদস্য মোস্তাহিদ আলম, আউসকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ্ দ্বারা, বাউসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বাছিতুর রহমান রুহেল, পৌর বিএনপি নেতা সাহেল আহমেদ প্রিন্স, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহব্বায়ক খালেদ আহমেদ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহব্বায়ক সায়াদ আহমেদ, জেলা যুবদলের অন্যতম সদস্য ফোয়াদ হাসান রাজন, জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক শাহিন আহমেদ তালুকদার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা তরুনদল সভাপতি রাহাত আহমেদ চৌধুরী, উপজেলা নবীনদল সাংগঠনিক সম্পাদক মোঃ রিংকু মিয়া, উপজেলা ছাত্রদল নেতা, রবিন আহমেদ সেজু, জুনু মিয়া, শাহ্ গুলজার, মোঃ ইউসুফ আলী, নাইম ইসলাম, লিকছন আহমেদ, রুবেল আহমেদ, কলেজ ছাত্রদল নেতা, রাসেল চৌধুরী, শাওন আহমেদ, মোর্শেদ মিয়া প্রমুখ। পরে তানহা চৌধুরী’র সুস্থতা ও দীর্ঘায়ূ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।