স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার শাহজিবাজার দরগা গেইট এলাকায় হানিফ পরিবহনের একটি বাস থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ আক্তার মিয়া (২২) নামের এক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। গতকাল বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই রকিবুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ঢাকা-মেট্রে-ব-১৪-৯৭৮০ হানিফ পরিবহনের একটি বাসে অভিযান চালায়। এ সময় বাসের ভেতরে এক যাত্রীর আটা ভর্তি বালতির মধ্যে থেকে উল্লেখিত ফেনসিডিল উদ্ধার করে এবং তাকে আটক করে। এ ঘটনায় ডিবি পুলিশ বাদি হয়ে মাদক আইনে মামলা করেছে। আটক মাদক ব্যবসায়ী আক্তার চুনারুঘাট উপজেলার গাজিপুর ইউনিয়নের টেকেরঘাট গ্রামের ফুল মিয়ার পুত্র।