ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ আসন্ন নবীগঞ্জ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে চলতি মাসের ১৬ তারিখে। নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারনায় ব্যস্ত সময় পাড় করছেন প্রার্থীরা। নবীগঞ্জে পৌরসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচনে আচরণবিধি লংঙ্ঘন করছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। নির্বাচনে অংশ নেওয়া মেয়র পদে বর্তমান মেয়র ও বিএনপি মনোনীত প্রার্থী ছবির আহমদ চৌধুরী এবং আওয়ামীলীগ মনোনীত প্রার্থী গোলাম রসুল রাহেল চৌধুরী, স্বতন্ত্র মেয়র প্রার্থী মাহবুবুল আলম সুমন (জগ) দেয়ালে পোস্টার লাগিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। বাদ যাননি কাউন্সিলর প্রার্থীরাও। অধিকাংশ ওয়ার্ডে একাধিক কাউন্সিলর প্রার্থী দেয়ালে পোস্টার লাগিয়ে নির্বাচনী প্রচার প্রচারণা অব্যাহত রেখেছেন। তবে রিটার্নিং কর্মকর্তা বলছেন, দেয়ালে পোস্টার লাগিয়ে যারা আচরণবিধি লড়ঘন করছেন তাদেরকে জরিমানার আওতায় নিয়ে আসা হবে। সরেজমিন ঘুরে দেখা যায়, নবীগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকার দেয়ালে পোস্টার লাগানো হয়েছে। যানবাহন, বাসা-বাড়ি এমন কী শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালেও রয়েছে নির্বাচনী পোস্টার। আচরণবিধি লড়ঘন করে একাধিক মাইকও ব্যবহার করছেন প্রার্থীরা। দেখা যায়, পৌরসভার ধাঁনসিড়ি এলাকায়, শহরের ওসমানী রোডে, হাসপাতাল সড়কে,শেরপুর রোডসহ বিভিন্ন দেয়ালে এসব পোস্টার চোখে পড়ে। হীরা মিয়া গাল্স স্কুলের প্রধান ফটক ও সীমানা প্রচীরের দেয়াল পোস্টারে ছেয়ে গেছে। আচরণবিধি লড়ঘনের বিষয়ে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল। এ ব্যাপারে নবীগঞ্জ পৌরসভার বর্তমান মেয়র ও বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ছাবির আহমদ চৌধুরী বলেন, আমার কোনো স্থানে দেয়ালে পোস্টার লাগানো নেই। এক প্রশ্নের জবাবে বলেন- হয়তোবা ইচ্ছাকৃত ভাবে কেউ দেয়ালে আমার পোস্টার লাগিয়ে আমার বিরুদ্ধে অপ-প্রচার করছে। আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী গোলাম রসুল রাহেল চৌধুরী বলেন- আমার পোস্টার দেয়ালে লাগানোর বিষয়টি আমার জানা নেই। স্বতন্ত্র মেয়র প্রার্থী মাহবুবুল আলম সুমন বলেন- কোথাও আমার পোস্টার দেয়ালে লাগানো নেই, যদি কেউ লাগিয়ে থাকে আমার অজান্তে লাগিয়েছে। এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার দেবশ্রী দাশ পার্লি বলেন, দেয়ালে পোস্টার লাগিয়ে এবং বিভিন্নভাবে যারা আচরণবিধি লড়ঘন করছেন তাদেরকে জরিমানার আওতায় নিয়ে আসা হবে।