নবীগঞ্জ প্রতিনিধি ॥ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নবীগঞ্জ শহরের হাসপাতাল সড়কে দু’পক্ষের সংঘর্ষে অনন্ত ১০ জন আত হয়েছে। আহতদেও নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানাযায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বাউসা ইউনিয়নের ইমামবাঐ গ্রামের ইংল্যান্ড প্রবাসী হাজী তরাশ উল্লার স্ত্রী কেনাকাটা করতে নবীগঞ্জ শহরে আসেন। শহরের হাসপাতাল সড়কের পয়েন্টে সিএনজি থেকে নামার সময় বেখেয়ালে পশ্চিম তিমিরপুরের আনহার মিয়ার সাথে ধাক্কা লেগে যায়। ধাক্কাকে কেন্দ্র করে দুজনের মধ্যে বাকবিতন্ডের একপর্যায়ে উপস্থিত জনতা শালিশের মাধ্যমে ঘটনা সমাধানের উদ্যোগ নেয়। এ সময় তরাশ উল্লার স্ত্রী বাড়ীতে খবর দিলে তাদের দুই পুত্র সহ ৫ জন ঘটনাস্থলে উপস্থিত হন। প্রাথমিক শালিশের একপর্যায়ে হাসপাতাল রোডের ব্যবসায়ী তিমিরপুর গ্রামের জুনু মিয়ার সাথে মাহমুদ আলীর হাতাহাতি হয়। হাতাহাতির একপর্যায়ে শহরে থাকা উভয় তিমিরপুরের লোকজন জুনু মিয়ার পক্ষে অবস্থান নিলে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তরাশ উল্লার ২ পুত্র সহ উভয় পক্ষের ১০জন আহত হন। আহতরা হলেন ইমামবাঐ গ্রামের মাহমুদ আলী (৩৫), আজগর আলী (২৫), ফুলক মিয়া (৩২) আঃ মালিক (৫৫) তিমিরপুরের জুনু মিয়া (৩৫) প্রমূখ। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। সংঘর্ষের ঘটনায় উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ ও বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, আব্দসু সহীদ শাহিদ মিয়া উভয় পক্ষকে আজ বুধবার শালিসে বিষয়টি নিস্পত্তির আশ্বাস দিলে উভয় পক্ষ শান্ত হন।