যুক্তরাষ্ট্র প্রতিনিধি ॥ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগ এর গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগ।
কারা নির্যাতিত ছাত্রনেতা জননেত্রী দেশরতœ শেখ হাসিনার আস্থাভাজন ব্যক্তিত্ব আমিনুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয় । এতে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এই অনুষ্ঠানের সার্বিক তত্ববধানে ছিলেন ছাত্রলীগ নেতা শফিকুর রহমান সাফাত। এতে উপস্থিত ছিলেন, যুক্তরাষ্ট্র ছাত্রলীগ নেতা শরীফ আহমেদ, শাহারিয়ার তুষার, মারুফ, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও পাঠাগার এর সভাপতি জুয়েল আহমেদ, সাধারণ সম্পাদক শাহারিয়ার শুভ, দপ্তর সম্পাদক তামিম হাসান, সাকিব চৌধুরী, জহিরুল হক শাওন, মোস্তফা ওয়াসিফ খান, সরকার ফাহাদ হোসেন, আসিফ মোহাম্মদ শোহেভ, হোসাইন ইকবাল, জাহাঙ্গীর খান নীরব, ইমরান এইচ নাহিদ, সুমন হোসেন, রিফাতুল ইসলাম শিফাত, হাসনাত, তানিম, ফুহাদ, রাসেল আহমেদ, তামিম, মোর্শেদ, ফাহিম হক, নুর আবিদ, রাইম, তাহামিদ, তন্ময় প্রমূখ।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশ ছাত্রলীগের রয়েছে সোনালী ইতিহাস । দেশের সকল ক্লান্তি লগ্নে বাংলাদেশ ছাত্রলীগ প্রথম সারিতে দাড়িয়ে নেতৃত্ব দিয়েছে। বক্তারা প্রবাসী ছাত্রলীগে ঐক্যবদ্ধ করে জাতিরজনকের কন্যা প্রধানমন্ত্রী দেশরতœ দেশ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।