নবীগঞ্জ প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার সাতছড়ির ত্রিপরা পল্লীর সন্নিকটে গভীর জঙ্গলে অভিযান চালিয়ে বিপুল পরিমান সমরাস্ত্র উদ্ধার করেছে র্যাব। এদিকে নবীগঞ্জ উপজেলার পাহাড়ি এলাকায় র্যাবের টহল চলছে। গতরাতে র্যাব ওই এলাকায় টহল দেয়।
সূত্রে জানায়, পাহাড়ী এলাকায় রেড এলার্ট জারি করা হয়েছে। উলফা আতংক বিরাজ করছে পাহাড়ী এলাকা সহসীমান্ত অঞ্চলে। নবীগঞ্জ সহ চুনারুঘাট, মাধবপুর, শ্রীমঙ্গল এলাকার পাহাড়ী অঞ্চল র্যাবের নজরদারিতে রাখা হয়েছে।
র্যাব পুলিশের টহল নিয়ে জন সাধারণ মনে করছেন আরো অস্ত্র অভিযানের জন্য পাহাড়ী এলাকায় টহল জোরদার করা হচ্ছে।