স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর পৌরসভার নির্বাচনে আচরন বিধি লঙ্গন করে রাস্তার পাশে দেয়ালে পোষ্টার লাগানোর অভিযোগে মেয়র প্রার্থী এস.এম. মুসলিমকে ১৫ হাজার টাকা এবং এক দোকানদারকে ৫’শ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। গতকাল মঙ্গলবার বিকালে হবিগঞ্জের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজীব দাস পুরকায়স্থ এ জরিমানা করেন।
এছাড়া মাধবপুর বাজারে ফুটপাত দখল করে ব্যবসায়ীরা জিনিসপত্র রাখায় সবাইকে প্রথম বারের মতো সর্তক কওে তা দ্রুত পরিস্কার করার নিদের্শ প্রদান করেন। কেউ যাতে নির্বাচনী আচরন বিধি লঙ্গন না করেন সে জন্য প্রতিনিয়ত ভ্রাম্যমান আদালত পরিচালিত হবে বলে তিনি জানান।