স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। তাদের নিকট থেকে ৯২ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। তারা হচ্ছে- উপজেলার গাজীপুর গ্রামের মঞ্জব আলীর ছেলে বাবুল মিয়া ও গোবরখোলা গ্রামের খেলু মিয়ার ছেলে রাসেল মিয়া।
সোমবার দিবাগত মধ্যরাতে তাদেরকে রানীরকোট বাজার থেকে গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের লে. কর্ণেল আবু মুসা মো. শরিফুল ইসলাম, মেজর আহমেদ নোমান জাকি ও এএসপি আফসান আল-আলম। পরে র্যাব বাদি হয়ে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে।