মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে শ্রী শ্রী রাম কৃষ্ণ মিশনে তিথি পূজা ও সারদা মায়ের ১৬৮তম আর্বিভাব উপলক্ষে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকালে শ্রী শ্রী রাম কৃষ্ণ মিশনে বানিয়াচং রাম কৃষ্ণ সারদা সংঘের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সারদা সংঘের সভাপতি রানী বালা রায়। শ্রী শ্রী রামকৃষ্ণ মিশন এর সাধারণ সম্পাদক বানিয়াচং আইডিয়েল কলেজের অধ্যক্ষ স্বপন কুমার দাশ এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ শ্রী স্বামী বেদময়ানন্দজী মহারাজ। স্বাগত বক্তব্য রাখেন শ্রী বিপূল ভূষন রায়, শুভেচ্ছা বক্তব্য রাখেন গৌরাঙ্গ চন্দ্র দেব। প্রধান অতিথি বেদময়ানন্দজী মহারাজ শ্রী শ্রী মায়ের বিভিন্ন মহাত্ম্য তুলে ধরেন। পরে শতাধিক দুঃস্থ পরিবারের সদস্যদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।