এম এ বাছিত ॥ হবিগঞ্জের সাবেক জেলা প্রশাসক ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মাহমুদ হাসানকে মুক্তিযুদ্ধা প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। দেশের সকল জেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স স্থাপন প্রকল্পের পরিচালক হিসেবে তাকে এ নিয়োগ দেয়া হয়। অগ্রসরমান প্রকল্পের আওতায় দেশের ৬৪টি জেলায় এর কার্যক্রম শুরু হয়েছে। ১ জুন এ নিয়োগ চুড়ান্ত হয়। দায়িত্বশীল সূত্র জানায়, বর্তামন সরকারের নির্বাচনী প্রতিশ্র“তি মোতাবেক দেশের ৬৪টি জেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মানের জন্য ভূমি অধিগ্রহণ হয়েছে। ওই প্রকল্পের জন্য মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় থেকে সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তা চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়। কর্মতৎপর এবং দায়িত্ব সচেতন ও অভিজ্ঞ প্রশাসনিক কর্মকর্তা হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মাহমুদ হাসানকে প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়। গতকাল নতুন দায়িত্বভার গ্রহণ করেন তিনি।