প্রেস বিজ্ঞপ্তি ॥ ইংল্যান্ড সফররত দৈনিক প্রথম আলোর হবিগঞ্জ প্রতিনিধি হাফিজুর রহমান নিয়নকে সংবর্ধনা দিয়েছে নর্থইষ্ট এলাকায় সাউথসিল্ডের বাংলাদেশী কমিউনিটি।
গত বৃহস্পতিবার ওই সংবর্ধনা অনুষ্টানে সভাপতিত্ব করেন কমিউনিটি লিডার সৈয়দ নাদির আজিজ দরাজ। বিশেষ অতিথি ছিলেন বদরুল ইসলাম, এনামুল হক চৌধুরী, মতিউর রহমান, গোলাম হোসেন। অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন হাবিবুর রহমান রানা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বদর উদ্দিন, মোঃ মালু মিয়া, আবুল কালাম, লালন আহমদ, শহিদুর রহমান, সৈয়দ লতিফ, আকিদুর রহমান, সৈয়দ দুলাল, বোরহান উদ্দিন প্রমুখ।
লন্ডন প্রবাসী বক্তারা বিবিয়ানা গ্যাস কুপ থেকে নবীগঞ্জে উপজেলার সর্বত্র বাড়ি ঘরে গ্যাস সংযোগের দাবি জানান। তারা দেশের বর্তমান রাজনৈতিক অবস্থার উদ্বেগ প্রকাশ করেন। স্থিতিশীল পরিস্থিতি না থাকায় প্রবাসীরা দেশে বিনিয়োগ করতে আগ্রহ হারাচ্ছে।
সংবর্ধিত সাংবাদিক হাফিজুর রহমান নিয়ন বলেন, দেশের রাজনৈতিক পরিবেশ যা-ই থাকুক না কেন, তারপরেও বাংলাদেশে দারিদ্র কমেছে। বাংলাদেশের তৈরী পোষাকসহ বিভিন্ন রপ্তানী পন্য বিদেশে যথেষ্ট সুনাম অর্জন করেছে। এতে বেড়েছে রিজার্ভ, মাথাপিছু আয়, শিক্ষা, নারীর ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তা বেষ্টনী। এছাড়া অর্জিত হয়েছে বিদ্যুৎ উৎপাদন ও দুর্যোগ মোকাববেলায় যথেষ্ট সমতা। দেশের গ্রামগুলোর চিত্র দিন দিন বদলে যাচ্ছে। মানুষের আয় বেড়ে যাওয়ায় জীবনযাত্রার মান কিছুটা হলেও উন্নত হয়েছে। শিশু মাতৃ মৃত্যুর হার হ্রাস ও সামাজিক নানা সূচকে আমরা ভারতের চেয়ে এগিয়ে রয়েছি। তিনি দেশে শিল্প খাতে বিনিয়োগ করতে প্রবাসীদের প্রতি আহবান জানান।