স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রেসক্লাবের নয়া কমিটির নিকট বিগত কমিটির নেতৃবৃন্দ দায়িত্ব হস্তান্তর করেছেন। গতকাল শনিবার সন্ধায় হবিগঞ্জ প্রেসক্লাব হলরুমে সাবেক সভাপতি মোঃ ইসমাঈল হোসেন এবং সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহির এর কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ এবং সাধারণ সম্পাদক চৌধুরী মোঃ মাসুদ আলী ফরহাদ। এ সময় হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, অ্যাডভোকেট রহুল হাসান শরিফ, মোহাম্মদ নাহিজ, মোহাম্মদ শাবান মিয়া, গোলাম মোস্তফা রফিক, শোয়েব চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, রাসেল চৌধুরী, সৈয়দ এখলাছুর রহমান খোকন, বর্তমান কার্যনিবাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক শাকিল চৌধুরী, কোষাধক্ষ্য ফয়সল চৌধুরী, দপ্তর ও প্রকাশনা সম্পাদক আশরাফুল ইসলাম কহিনুর, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মঈনউদ্দিন আহমেদ, কার্যনিবাহী কমিটির সদস্য শফিকুল আলম চৌধুরী, মোঃ ছানু মিয়া, আব্দুল হালীম, ফজলে রাব্বি রাসেল, প্রেসক্লাব সদস্য শরীফ উদ্দিন আহমদ চৌধুরী, আবু হাসিব খান চৌধুরী পাবেল, এমদাদুর রহমান সোহেল, সাইফুল ইসলাম তারেক, এমএ আজিজ সেলিম উপস্থিত ছিলেন।