স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জস্থ বৃহত্তর কুমিল্লা সমিতি (কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া) এর উদ্যোগে রাজনগর ইসলামীয়া এতিমখানার ৪০ জন ছাত্রের মাঝে শীতবস্ত্র ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১২টায় এসব সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে রয়েছে মাস্ক, সাবান, নেইলকাটার, টুথপেস্ট, ব্রাশ, মেসওয়াক, টয়লেট টিস্যু ও কম্বল। এ সময় ছাত্রদের মধ্যে খাবার ও দেয়া হয়। হবিগঞ্জস্থ বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও হবিগঞ্জ মুখ পত্রিকার সম্পাদক মোঃ হারুনুর রশিদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও রাজনগর এতিমখানার সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মোত্তালিব চৌধুরী, এতিমখানা কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক কমিশনার আব্দুল মোতালিব মমরাজ, এতিমখানার সহ-সভাপতি ও হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক মফিজুল ইসলাম চকদার এবং এতিমখানার তত্ত্বাবধায়ক ও টেলিটকের সাবেক জেনারেল ম্যানেজার নাসির উদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জস্থ বৃহত্তর কুমিল্লা সমিতির সিনিয়র সভাপতি কাজী মুকতুল হোসেন, সহ-সভাপতি মাহবুবুল হক আলমগীর, সহ-সভাপতি হুমায়ুন কবির, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, পরিকল্পনা সম্পাদক মোঃ শাহাদাত হোসেন সানু, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম, সিনিয়র সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাদত হোসেন, মোঃ শাহাদত হোসেন ভূইয়া তথ্যপ্রযুক্তি ও পরিকল্পনা সম্পাদক, মোহাম্মদ কামাল হোসেন মজুমদার, সিনিয়র সহ-অর্থ সম্পাদক সহ প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন কারী আব্দুল করিম। বক্তাগন মানবতার সেবায় হবিগঞ্জস্থ বৃহত্তর কুমিল্লা সমিতির এ ধরনের কার্যক্রমের প্রশংসা করেন এবং এ ধরনের সেবামুলক কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ করেন। উল্লেখ্য হবিগঞ্জস্থ বৃহত্তর কুমিল্লা সমিতিটি হবিগঞ্জে কর্মরত সরকারি/বেসরকারি চাকুরিজীবি এবং ব্যবসায়ীদের একটি অরাজনৈতিক সংগঠন।