স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের রাজনগর আবাসিক এলাকার ইমতিয়াজ উদ্দিন আহমেদ (বাপ্পি) আমেরিকার নিউইয়র্ক সিটি ইউনিভার্সিটি হতে বিবিএ ডিগ্রী লাভ করেছে। এ উপলক্ষে গত ৩০মে নিউইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে অনুষ্ঠিত সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উল্লেখিত বিভাগের ৪৯তম ব্যাচের বিদেশী ছাত্রদের মধ্যে সে এই ডিগ্রী লাভ করে। সমাবর্তন অনুষ্ঠানে দি সিটি ইউনিভার্সিটি অফ নিউইয়র্কের প্রেসিডেন্ট উৎ. অহঃড়হরড় চবৎবু এবং প্রধান অতিথি হিসেবে ডেমোক্র্যাট দলীয় ঝবহধঃড়ৎ ঈযঁপশ ঝপযঁসবৎ উপস্থিত ছিলেন। বাপ্পি হবিগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব উদ্দিন আহমদ নাহাস এর জ্যৈষ্ঠ পুত্র এবং এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মনজুর উদ্দিন আহমেদ শাহীন, মিনহাজ উদ্দিন আহমেদ শামীম ও ইসলামী আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মহিব উদ্দিন আহমেদ সোহেল এর ভাতিজা এবং মরহুম এডভোকেট সাহাব উদ্দিন আহমেদের নাতি। ঢাকা ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ২০১১ সালে বাপ্পি আমেরিকা গমন করে। সে সকলের দোয়া প্রার্থী।