নবীগঞ্জ প্রতিনিধি ॥ বাংলাদেশ ৩য় শ্রেণীর কর্মচারীরা কেন্দ্রীয় কর্মসূচির ডাকে গতকাল মঙ্গলবার নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও এসিল্যন্ড অফিসের ৩য় শ্রেণীর কর্মচারীরা ২ঘন্টা কর্মবিরতি পালন করেছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা থাকা সত্বেও ৩য় শ্রেণীর কর্মচারীদের পদবী পরিবর্তন ও বেতন স্কেল সমন্বয়করণ না হওয়ায় এই কর্মসূচি পালন করা হয়। সকালে অফিসে হাজিরা দিয়ে কর্মচারীরা বিক্ষোভ করেন। এ সময় উপস্থিত ছিলেন অফিস সুপার মোঃ নুরুল ইসলাম চৌধুরী, আব্দুল বারী, আব্দুল কায়ূম, হিলাল উদ্দিন, মোঃ মামুন মিয়া চৌধুরী, হরিপদ দাশ, সুব্রত দাশ, মোঃ সামছুদ্দিন প্রমুখ। দাবী আদায়ের জন্য আগামী ১৫জুন পর্যন্ত তারা বিভিন্ন কর্মসূচি পালন করবে। এবং পরে ২১জুন জাতীয় প্রেসক্লাবের সামনে মানব বন্ধন কর্মসূচি পালন করে পরবর্তী কর্মসূচি পালন করা হবে বলে জানান।