স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা পুলিশের উদ্যোগ জঙ্গী দাঙ্গা, সন্ত্র¿াস, মাদক নির্মূলে বিট পুলিশিং সভা ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল দুপুরে বানিয়াচং উপজেলার পৈলারকান্দি বাজারে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
বানিয়াচং থানার ওসি মোঃ এমরান হোসেন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ বিপিএম-পিপিএম। বিশেষ অতিথি ছিলেন, বানিয়াচং সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ সেলিম।
আলোচনা সভা শেষে অসহায় ও ছিন্নমুল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন পুলিশ সুপার। এতে কোরআন তেলাওয়ান করেন কাজী মিজানুর রহমান।