ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ পৌরসভার চরগাঁও এলাকা থেকে দিন-দুপুরে প্রকাশ্যে মসজিদের ইমাম ও তাঁর স্ত্রীকে ছুড়িকাঘাত করে ৫০ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। সোমবার বিকেলে নবীগঞ্জ ইসলামী ব্যাংক শাখা থেকে টাকা উত্তোলন করে বাড়ি ফেরার পথিমধ্যে চরগাঁও ভিআইপি রোডে এ ঘটনা ঘটে। ছুড়িকাঘাতে আহত- ইমাম আব্দুর রহিম (৫৫), ও স্ত্রী হেনা বেগম (৪০) কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা যায়, সোমবার বিকাল ৩টার দিকে নবীগঞ্জ ইসলামী ব্যাংক শাখা থেকে ৫০ হাজার টাকা উত্তোলণ করেন পৌর এলাকার চরগাও গ্রামের চরগাঁও জামে মসজিদের ইমাম আব্দুর রহিম ও তার স্ত্রী হেনা বেগম। পরে টাকা উত্তোলন শেষে বাড়িতে যাওয়ার পথিমধ্যে চরগাঁও ভিআইপি রোডস্থ করস্থানের কাছে পৌঁছামাত্র হেলমেট পরিহিত ৩ যুবক একটি মোটরসাইকেল যোগে এসে ইমাম আব্দুর রহিম ও তার স্ত্রী হেনা বেগমের গতিরোধ করে। এসময় আব্দুর রহিম ও তার স্ত্রীকে ছুড়িকাঘাত করে ছিনতাইকারী তাদের কাছ থেকে ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে হবিগঞ্জ সড়ক দিয়ে পালিয়ে যায়। ঘটনার খবর এলাকায় জানা-জানি হলে এলাকায় আতংক দেখা দেয়। উল্লেখ্য- সম্প্রতি নবীগঞ্জে প্রকাশ্যে ছিনতাই বৃদ্ধি পেয়েছে। গত (০৮ ডিসেম্বর) দুপুরে নবীগঞ্জ পৌর এলাকার নহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রেশমা বেগমের গতিরোধ করে মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্তরা। পরে তার ছেলের গলায় ছুড়ি ধরে শিক্ষিকা রেশমা বেগমের স্বর্ণের চেইন চিনতাই করে নিয়ে পালিয়ে যায়। গত (১১ডিসেম্বর) উপজেরার ইনাতগঞ্জ বাজারে রেদোয়ান টেলিকমের ব্যবসায়ী আজিম উদ্দিন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেল যোগে বাড়ীতে যাওয়ার পথিমধ্যে ১০ লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইকারীরা। পরে তাৎক্ষণিক পুলিশের অভিযানে ৮ লাখ টাকা উদ্ধার করা হয় এবং জড়িত ২ জনকে আটক করে পুলিশ। গত (১৪ ডিসেম্বর) দুপুরে নবীগঞ্জ শহরতলীর নতুন বাজার মোড়ে প্রকাশ্যে দেওতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সঞ্চিতা দাশের ব্যাগ ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ব্যাগে নগদ টাকাসহ বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ কাগজ ছিল বলে জানান তিনি। এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বলেন, বিষয়টি শুনেছি, অপরাধীদের ধরতে আমার গুরুত্ব সহকারে কাজ করছি।