স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগর ট্রাফিক পয়েন্ট এলাকায় শতবর্ষী এক বৃদ্ধা মাকে লালন পালন না করে তাকে মারপিট করে তাড়িয়ে দিয়েছে কুলাঙ্গার পুত্র ও তার পুত্রবধু। ১০ মাস ১০ দিন যাকে গর্ভে রেখে এবং লালন পালন করে বড় করে তোলেছেন সেই হতভাগী মায়ের স্বামী মারা যাবার পর সন্তানের বোঝা হয়ে যান আঙ্গুরা। তিনি ওই এলাকার মৃত জিতু মিয়ার স্ত্রী আঙ্গুরা খাতুন (৯৯)। ৮ মাস আগে তার দেয়া স্বামীর জমিজমা বিক্রি করে দেয় পুত্র ফরিদ মিয়া। এক পর্যায়ে আঙ্গুরাকে মারপিট করে হাত ভেঙ্গে ফেলে। পরে ফরিদ ও তার স্ত্রী আঙ্গুরা খাতুনকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। তিনি যখন রাস্তায় রাস্তায় ঘুরছিলেন তখন প্রতিবেশী শামীম মিয়া তাকে আশ্রয় দেন এবং এতোদিন তিনিই তাকে দেখাশুনা করেন। তারপরও আঙ্গুরা খাতুনের খবর নেয়নি কুলাঙ্গার পুত্র ফরিদ ও তার স্ত্রী। গতকাল সোমবার সন্ধ্যায় আঙ্গুরা খাতুন অসুস্থ হয়ে পড়লে আশংকাজনক অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে গিয়ে দেখা যায় তার অবস্থা সংটাপন্ন। তিনি কথাই বলতে পারছেন না। ডাক্তার বলেছে তার উন্নত চিকিৎসার প্রয়োজন। না হলে যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে।