প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী ও জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমকে আট নম্বর ওয়ার্ডের কোর্ট স্টেশন উত্তর-দক্ষিণ এলাকাবাসী সমর্থন জানিয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় বেবীস্ট্যান্ড এলাকার আলিফ কমিউনিটি সেন্টারে এক মতবিনিময় সভায় তাকে এ সমর্থন জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন মটর মালিক গ্রুপের সভাপতি ও আলিফ হোটেলের সত্ত্বাধিকারী আলহাজ্ব ফজলুর রহমান চৌধুরী এবং পরিচালনায় ছিলেন জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুজ্জামান হিরাজ। এতে মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমও উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, আতাউর রহমান সেলিম আওয়ামী পরিবারের নিবেদিত প্রাণ। তার রাজনৈতিক কর্মকান্ড সর্বমহলে প্রসংশিত। জনসেবামূলক কাজেও তিনি দক্ষ। একজন দক্ষ ও তরুণ মেয়র নির্বাচনের স্বার্থে আমরা আতাউর রহমান সেলিমের পক্ষে কাজ করব। পাশাপাশি তাকে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দিতে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি দাবি জানান এলাকাবাসী।
সভায় আতাউর রহমান সেলিমকে সমর্থন জানিয়ে বক্তব্য রেখেছেন সাবেক বিভাগীয় কমিশনার ফজলুর রহমান, ইয়ং ব্রাদার্স কাবের সভাপতি শফিকুল বারী আউয়াল, অ্যাডভোকেট রঞ্জিত কুমার দত্ত, সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান খান, শনি মন্দিরের পুরোহিত দিলীপ আচার্য্য, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট সালেহ আহমেদ, সাবেক কমিশনার মোঃ আলাউদ্দিন কদ্দুছ, মোঃ এনাম আহমেদ, মোঃ আব্দুল মালেক, মোঃ নূরুল আমীন সামছু, বিনয় কুমার দেব, অ্যাডভোকেট আজিজুর রহমান, শিক্ষক নূরুল ইসলাম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলর মোঃ আলমগীর, বদরুল আলম চৌধুরী বাদল, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ শফিকুর রহমান চৌধুরী শাহীন, আব্দুল মালেক, সজল বরণ দেব, মোঃ আব্দুল গফুর মবু, মোঃ আবু তৈয়ব আবু প্রমুখ।