মখলিছ মিয়া ॥ বানিয়াচং উপজেলায় অভ্যন্তরীণ আমন ধান-চাল সংগ্রহ ২০২০-২১ উদ্বোধন করা হয়েছে। ২১ ডিসেম্বর সোমবার বিকাল ৪ ঘটিকার সময় উপজেলা খাদ্য গুদামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানার সভাপতিত্বে এবং খাদ্য কর্মকর্তা খবির উদ্দিনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান বলেন-কৃষক বাঁচলে বাঁচবে দেশ। কৃষক আছে বলেই আমরা আজ খাদ্যে সয়ংসম্পূর্ন। তাই কৃষকদের ধান চাল প্রাপ্য মূল্য দিয়ে সংগ্রহ করতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। তিনি আরো বলেন, প্রকৃত কার্ডধারী কৃষক ব্যতীত কোন সিন্ডিকেট চক্রের ধান, চাল সংগ্রহ করা হবেনা। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা বলেন, সাড়ে সাত কোটি মানুষ যখন ছিল বা তার ও আগে মানুষ অনাহারে থাকছে। কিন্তু বর্তমানে প্রায় ১৮ কোটি মানুষ থাকার পরও কোন মানুষ অনাহারে থাকছেনা। এটা বর্তমান সরকারের সফলতা। আমি মনে করি প্রত্যেকের নিজ নিজ স্থান থেকে সবাই ভাল কাজ করলে এ দেশ এগিয়ে যাবে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যানের মাঝে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা অসিম কুমার তালুকদার, সাংবাদিক শিব্বির আহমদ আরজু, সুজন মিয়া, শাহ সুমন, মিলার ছামির আলী, জিয়াউল হক সুহেলসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। উল্লেখ্য এ বছর আমন ধান সংগ্রহ করা হবে ১শ ৮৯ মেট্রিক টন, সিদ্ধ চাল ২শ ২৪ মেট্রিক টন, আতপ ৮১ মেট্রিক টন।