স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের কোর্ট স্টেশন এলাকা থেকে চুরি মামলার পলাতক আসামী তাজুল ইসলাম (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ। সে শহরতলীর ছোট বহুলা গ্রামের ফয়েজ উল্লার পুত্র। গতকাল সোমবার সন্ধ্যায় সদর থানার এসআই ইকবাল বাহারের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে ৭ বছর ধরে চুরির মামলার গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে।