প্রেস বিজ্ঞপ্তি ॥ মহান মুক্তিযুদ্ধের ৪৯ বছর পূর্তি উদযাপন উপলক্ষে বানিয়াচংয়ের গুনই বাজারে বাসদের জনসভা অনুষ্ঠিত হয়েছে। ২১ ডিসেম্বর বিকালে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এ জনভার আয়োজন করে। উপজেলা বাসদের আহবায়ক লোকমান আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এআরসি কাওছারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশিদ ফিরোজ বলেন, বড় দলগুলো মুক্তিযুদ্ধের চেতনার সাথে বিশ্বাসঘাতকতা করায় জনগণের দূর্গতি ঘুচেনি। মানুষ স্বাধীনতার সুফল থেকে ৪৯ বছর ধরে বঞ্চিত। জনগনের ভাত, কাপড়, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও কাজের নিশ্চয়তার জন্য আওয়ামীলীগের নেতৃত্বাধীন মহাজোটের লুটপাট ও দুঃশাসনের অবসান ঘটাতে হবে। একই সাথে পূর্বের বিএনপি-জামায়াতের দুঃশাসন যাতে ফিরে না আসে সেজন্য জনগনকে মুক্তিযুদ্ধের চেতনার ধারক-বাহক বাম গণতান্ত্রিক শক্তির ক্ষমতায়নের সংগ্রামে শামিল হয়ে সংগ্রামকে জয়ী করতে হবে। লুটেরা আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতসহ সাম্প্রদায়িক অপশক্তি হেফাজতে ইসলামকে রুখতে হবে। জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাসদ হবিগঞ্জ জেলা শাখার সমন্বয়ক এডভোকেট জুনায়েদ আহমেদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) হবিগঞ্জ জেলা শাখার সদস্য ইমদাদুল হোসেন খান, বাসদ নবীগঞ্জ উপজেলা শাখার নেতা ডাঃ সুনীল রায়, বানিয়াচং উপজেলা শাখার নেতা তৌহিদুর রহমান পলাশ, আজমিরীগঞ্জ উপজেলা শাখার নেতা শফিকুল ইসলাম শফিক, গুনই গ্রামের ভূমিহীন সংগ্রাম পরিষদের নেতা শাহ মুক্তার আলী, বাসদ ইমামবাড়ী শাখার নেতা হাজী অনু মিয়া, গুনই গ্রামের বাসদ নেতা শেখ জালাল প্রমূখ।