চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার কৃষ্ণপুর গ্রামের হাজী আকবর হোসেনের ছেলে মোঃ ফারুক মিয়ার খরিদা সম্পত্তি জবরদখল করে নিয়ে গেছে প্রতিপক্ষ। এ ব্যাপারে চুনারুঘাট থানায় একটি জি.ডি এন্ট্রি করা হয়েছে। জানা যায়, সম্প্রতি কৃষ্ণপুর গ্রামের প্রতিপক্ষের লোকজন ফারুক মিয়াসহ তার ভাইর ঘরে হামলা চালিয়ে ব্যাপক ক্ষতি ও লুটপাট করেছিল। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করলে প্রতিপক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে উঠে। এরই জের হিসাবে গত রবিবার সকালে ফারুক মিয়ার খরিদা ৪৮ শতক সাইল ভূমি জবর দখলে নেয়।