বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে জামায়াত নেতার মামলায় আওয়ামীলীগ নেতা সাইফুল চৌধুরী ও সন্তোষ দাশ গ্রেফতার খাদ্য সামগ্রী বিতরণকালে জিকে গউছ ॥ আওয়ামীলীগ সীমালঙ্গন করেছিল বলেই চরম ভরাডুবি হয়েছে ॥ এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে সরেজমিন তদন্ত না করেই আদালতে প্রতিবেদন ॥ বানিয়াচঙ্গে পাওনা টাকা ফেরত না দিয়ে এক ব্যবসায়ীকে মামলা দিয়ে হয়রানির অভিযোগ লাখাইয়ে পুলিশ অভিযানে গাঁজাসহ ৩ আসামী গ্রেপ্তার কারাগারে থেকেও বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার ঘটনায় আসামী হলেন ব্যবসায়ী আরেফিন রিয়াদ বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুল হান্নান চৌধুরী বৃত্তি প্রদান অনুষ্ঠিত চা-বাগানে দুর্দিন ॥ প্রভাব পড়েছে ব্যবসা বাণিজ্যে মিরপুর সড়কে টমটম উল্টে শিশু নিহত সাংবাদিক ও সংগীত শিল্পী সঞ্জীব চৌধুরী ১৭তম প্রয়াণ দিবসে স্মরণ সভা অনুষ্টিত চুনারুঘাট ও মাধবপুরে ৩ মাদক ব্যবসায়ী আটক

নবীগঞ্জ পৌর নির্বাচন ॥ দুই দলের প্রার্থী ঘোষণা ॥ বিএনপির ছাবির, আ.লীগের রাহেল

  • আপডেট টাইম শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০
  • ৩৩৫ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ পৌরসভার নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নবীগঞ্জ পৌরসভার বর্তমান মেয়র ও নবীগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি ছাবির আহমদ চৌধুরী এবং আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন নবীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক গোলাম রসুল চৌধুরী রাহেল। (১৮ডিসেম্বর) শুক্রবার বিকেল ৪টায় আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর সরকারি বাসভবন গণভবনে মনোনয়ন বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সংশ্লিষ্ট সবাই স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে উপস্থিত ছিলেন। সভা শেষে গণমাধ্যমে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া নবীগঞ্জ পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে গোলাম রসুল চৌধুরী রাহেল এর মনোনয়ন পাওয়ার বিষয়টি জানান। অন্যদিকে শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে উপস্থিত মনোনীত প্রার্থীদের সামনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নবীগঞ্জ পৌরসভার বর্তমান মেয়র ছাবির আহমদ চৌধুরীর নাম ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার ও প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী গোলাম রসুল চৌধুরী রাহেল -তিনি নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি নবীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়কের দায়িত্ব পালন করছেন। রাহেল চৌধুরী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপির জামাতা। গত ৩ ডিসেম্বর পৌর নির্বাচনকে কেন্দ্র করে নবীগঞ্জ শহরতলীর হাজারী কমিউনিটি সেন্টারে নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ৭ জনের নাম হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের কাছে প্রেরণ করা হয়। পরে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবু জাহির এমপি ও সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী স্বাক্ষরিত সুপারিশে ৭ জন মনোনয়ন প্রত্যাশীর নাম পাঠানো হয় কেন্দে। অপরদিকে বিএনপির মনোনীত প্রার্থী ছাবির আহমদ চৌধুরী – নবীগঞ্জ পৌরসভার বর্তমান মেয়র ও নবীগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি। গত (৭ ডিসেম্বর) অনুষ্ঠিত নবীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি (একাংশ) এর যৌথ সভায় নবীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক ছালিক আহমেদ চৌধুরী, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আলীম ইয়াছিনী, ২য় যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীনসহ যৌথ স্বাক্ষরিত পত্রে বিএনপির একক প্রার্থী হিসেবে বর্তমান মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি ছাবির আহমদ চৌধুরী নাম ঘোষণা করা হয়।পরে হবিগঞ্জ জেলা বিএনপির আহবায়ক আবুল হাশেমের সুপারিশসহ বিএনপির একক প্রার্থী হিসেবে নবীগঞ্জ পৌরসভার বর্তমান মেয়র ছাবির আহমদ চৌধুরীর নাম কেন্দ্রে পাঠানো হয়। উল্লেখ্য- (৩ ডিসেম্বর) নির্বাচন কমিশন সারাদেশে দ্বিতীয় ধাপে ৬১ পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করে। ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, ৬১টি পৌরসভার নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২০ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই বাছাই ২২ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ ডিসেম্বর। আর নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৬ জানুয়ারি ২০২১।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com